ULAB TV

poster and motion graphic

রাজা রামমোহন রায়ের ১৮৮ তম মৃত্যুবার্ষিকীতে ইউল্যাব টিভির পক্ষ থেকে জানাই শ্রদ্ধা৷

Sammi Rushi Nov 07

গৃহে হায় হায় শব্দ, সম্মূখে স্বজন স্তব্ধ,
দৃষ্টিহীন, নাড়ী ক্ষীণ, হিমকলেবর।
অতএব সাবধান, ত্যজ দম্ভ অভিমান,
বৈরাগ্য অভ্যাস কর, সত্যেতে নির্ভর।

রাজা রামমোহন রায়। সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবারে জন্ম। ধর্মীয় নানা প্রথা এবং সমাজ ব্যবস্থা সংস্কার করাকেই জীবনের লক্ষ্য হিসেবে গ্রহন করেছিলেন তিনি। সতীদাহ প্রথার মতো ভয়াবহ কুসংস্কার বন্ধ করতে রাখেন উল্লেখযোগ্য ভূমিকা। ১৮৩৩ সালে, ২৭ সেপ্টেম্বর যুক্তরাজ্যের ব্রিস্টলে তিনি মৃত্যুবরণ করেন।

রাজা রামমোহন রায়ের ১৮৮ তম মৃত্যুবার্ষিকীতে ইউল্যাব টিভির পক্ষ থেকে জানাই শ্রদ্ধা৷

Poster Designer: Bishwojit Das Bijoy
https://www.facebook.com/UlabTv/photos/3671813296255407
#ULABTV

Tags:

You Might also Like

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *