‘পদ্মা সেতু বানানোর মতো সরকারের দৃঢ় ইচ্ছাই পারে দুর্ঘটনা মুক্ত দেশ গড়তে’
admin
Nov 07
সড়কে প্রতিনিয়ত বাড়ছে যানবাহনের সংখ্যা। সাথে যানবাহনের বেপরোয়া গতি, ট্রাফিক আইন না মানা বা পথচারীদের নিয়ম পালনে অলসতা কিংবা অজ্ঞতার কারণে প্রতিদিনই কম বেশি দুর্ঘটনা ঘটছে সড়কে। এতে ঘটছে প্রাণহানি, স্বজন হারা হচ্ছে অনেক পরিবার। সড়ক দুর্ঘটনা না কমার জন্য সরকারি ব্যবস্থাপনাকে দুষছেন নিরাপদ সড়ক চাই -এর চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।