গণহত্যার সাক্ষী জল্লাদখানা বধ্যভূমি
admin
Mar 15
মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিরা দেশের বিভিন্ন স্থানে চালিয়েছে অসংখ্য গণহত্যা। তেমনই গণহত্যার সাক্ষী মিরপুরের জল্লাদখানা বধ্যভূমি। ঢাকা তো বটেই বাংলাদেশের অন্যতম বৃহৎ বধ্যভূমির একটি হলো মিরপুরের ‘জল্লাদখানা বধ্যভূমি’। প্রবেশপথের ফটকের গায়ে লেখা রয়েছে- ‘কান পেতে শুনি কী বলতে চাইছে মিরপুর জল্লাদখানা বধ্যভূমি’। ১৯৭১ এর মুক্তিযুদ্ধের নয় মাসে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষকে ধরে এনে নির্যাতনের পর জবাই করে বধ্যভূমিতে থাকা কুপে ফেলে দেওয়া হতো। স্থানীয় রাজাকারদের সহযোগিতায় এখানে ইতিহাসের বর্বরতম হত্যাযজ্ঞ চালায় পাকিস্তানী হানাদার বাহিনী। মুক্তিযুদ্ধের সময়কার সেই নির্মমতা যেন আজও জীবন্ত মিরপুরের এই জল্লাদখানা বধ্যভূমিতে।