ইউল্যাবে আয়োজিত হল ওরিয়েন্টেশন প্রোগ্রাম স্প্রিং ২০২৩
admin
Mar 15
গত ১৪ই জানুয়ারি শনিবার ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ-ইউল্যাবে অনুষ্ঠিত হল ওরিয়েন্টেশন প্রোগ্রাম স্প্রিং ২০২৩।এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশের কমেডিয়ান ও কলামনিস্ট নাভিদ মাহবুব।এছাড়াও ছিলেন ইউল্যাবের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।নবীন শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতি ক্যাম্পসকে আরও প্রাণময় করে তোলে।