কাজী নজরুল ইসলামের ৪৫তম মৃত্যুবার্ষিকী।
admin
Nov 07
” মোরা এক বৃন্তে দু’টি কুসুম হিন্দু-মুসলমান।
মুসলিম তার নয়ন-মণি, হিন্দু তাহার প্রাণ।। “
কাজী নজরুল ইসলামের কবিতার মূল বিষয়বস্তু ছিলো সাম্যবাদ ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। একই সাথে তিনি ছিলেন প্রেম, দ্রোহ, সাম্যবাদ ও জাগরণের কবি । আধুনিক বাংলা গানের জগতে ‘বুলবুল’ নামে পরিচিত ছিলেন তিনি। দীর্ঘদিন ধরে পিক্স ডিজিজ নামক নিউরনঘটিত সমস্যায় ভুগে ১৯৭৬ সালে তিনি মৃত্যুবরণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের উত্তর পার্শ্বে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে সমাহিত করা হয়।
বাংলাদেশের জাতীয় কবির ৪৫তম মৃত্যুবার্ষিকীতে ইউল্যাব টিভির পক্ষ থেকে শ্রদ্ধা৷
Poster Designer: Aadrita Roy Rhine
https://www.facebook.com/UlabTv/photos/3576620785774659
#ULABTV