Mental Well-being for Young Adults by ULAB and Maya
admin
Oct 29
বিশ্ব মহামারী করোনার কারনে এখন বন্দী আমরা সবাই। লম্বা সময় কার্মহীনতা এবং ঘর বন্দী হয়ে থাকার কারনে কিশোর দের মানসিক চাপ তৈরী হচ্ছে যার পরিনতি অনেক সময় ভয়াভহ রূপ ধারন করছে। কিশোর দের মানসিক স্বাস্থ্য উন্নয়নের লক্ষ্যে উইল্যাব টিভি ও মায়া যৌথ উদ্যোগে একটি লাইভ অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন – মায়ার মানসিক স্বাস্থ্য বিষয়ক পরামর্শক- মঞ্জিয়া মোশতাক এবং চাইল্ড এডোলোসেন্ট এন্ড ফ্যামিলি ফিজিয়াট্রি ন্যাশনাল ইন্সটিটিউট আফ মেন্টাল হেলথ এর এসোসিয়েট প্রফেসর ড.হেলাল উদ্দিন আহমেদ প্রতিবেদক – আফসারা তাসনিম সহকারী প্রতিবেদক- ওয়ারদা ওয়াহিদ