রাজধানীর হাটে আসতে শুরু করেছে কোরবানির পশু
admin
Aug 04
করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যেই এবার পালিত হবে ”ঈদুল আযহা ২০২১”। এরই মধ্যে পশুর হাটে আসতে শুরু করেছেন ক্রেতা বিক্রেতারা। রাজধানীর ঐতিহ্যবাহী পুরান ঢাকার হাজারীবাগ হাট ঘুরে বিস্তারিত জানাচ্ছে, আলীমুজ্জামান সাফওয়ান।