আজ ১১ জ্যৈষ্ঠ, ২৫ মে প্রেম ও দ্রোহের কবি কাজী নজরুল ইসলামের ১২২তম জন্মবার্ষিকী।
admin
Aug 04
আজ ১১ জ্যৈষ্ঠ, ২৫ মে প্রেম ও দ্রোহের কবি কাজী নজরুল ইসলামের ১২২তম জন্মবার্ষিকী। তিনি ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ বঙ্গাব্দে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। গ্রেগরিয়ান ক্যালেন্ডারের হিসাবে সেটা ছিল ১৮৯৯ সালের ২৪ মে। বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি হিসেবে পরিচিত হলেও তিনি ছিলেন একাধারে সংগীতজ্ঞ, ঔপন্যাসিক, গল্পকার, নাট্যকার, প্রাবন্ধিক, সাংবাদিক, চলচ্চিত্রকার, গায়ক ও অভিনেতা। বাংলাদেশের স্বাধীনতার পর পরই ১৯৭২ সালের ২৪ মে, বিদ্রোহী কবিকে সপরিবারে সদ্য স্বাধীন বাংলাদেশে নিয়ে আসা হয়।
Poster Designer: Khandoker Mahin Araphat
https://www.facebook.com/UlabTv/photos/a.347203912049712/3321054061331334/
#UlabTv