একঘেয়ে,বিরক্তিকর হয়ে উঠছে অনলাইন শিক্ষা
admin
May 07
এসেছে নতুন লকডাউন। ফলে মে মাসে শিক্ষা প্রতিষ্ঠান খোলার যে সম্ভাবনা ছিল, সেটা কমে গেছে। আপাতত চলবে অনলাইন শিক্ষাই। কিন্তু অনেকেই অভিযোগ করছেন,অনলাইনে কার্যকর শিক্ষা সম্ভব হচ্ছে না। ডিজিটাল স্টোরিতে কারণ খুঁজেছেন সারিয়াহ শাহরিয়ার এবং মশিউর রহমান।