বার্সেলোনা ছাড়ছেন মেসি, দলে নিতে প্রস্তুত জায়ান্ট ক্লাবগুলো
admin
Mar 17
শেষ পর্যন্ত গুঞ্জনকে বাস্তবে রুপ দিয়ে বার্সেলোনা ছাড়ছেন লিওনেল মেসি। ক্লাবটির সঙ্গে প্রায় ২০ বছরের সম্পর্কের ইতি টানতে যাচ্ছেন ফুটবলের এই ক্ষুদে যাদুকর। তার এমন ঘোষণায় আগামী ট্রান্সফার মৌসুমে বেশ বড়সর চমক অপেক্ষা করছে, ফুটবল দুনিয়ায়।