নারীকথন
admin
Mar 16
নারী মানেই বাঁধা নয়, নারী মানেই এগিয়ে চলার প্রেরণা। একজন নারীই পারে পথের সকল বাঁধাকে শক্তিতে পরিণত করতে। আকাঙ্ক্ষাকে আঁকড়ে ধরে, স্বপ্নকে বাস্তবে পরিণত করা নারীর অসাধারণ বৈশিষ্ট্য।নারীরা হলেন পরিবার আর সমাজের জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা।বিশ্বের সকল নারীকে জানাই আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা।