“ইউল্যাব ফেয়ার প্লে কাপের” টানা দ্বিতীয়বারের চ্যাম্পিয়ন স্ট্যামফোর্ড
admin
Mar 16
১৩ তম ইউল্যাব ফেয়ার প্লে কাপের ফাইনালে স্বাগতিক ইউল্যাবকে ৭ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্ট্যামফোর্ড। খেলা শেষে দুই দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন বাফুফের সহ-সভাপতি এবং ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজের সদস্য কাজী নাবিল আহমেদ ও বিসিবি পরিচালক কাজী ইনাম আহমেদ।